There are no matching posts to display...

Notice Board

Our Brach

১/ হিলভিউ শাখা

মিরদাদ মঞ্জিল, বাড়ী-৮০, রোড-০৪, ব্লক-এ হিলভিউ আ/এ, পশ্চিম ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম

২/ রাজনগর শাখা

মতি মঞ্জিল, রাজনগর আ/এ দারুল মা’রিফের উত্তর পার্শ্বে হাজিরপুল, চান্দগাঁও, চট্টগ্রাম।

 

 

Contact Details

Mobile 1:   +8801837-017480

Mobile 2:   +8801835-996365

info@alfouadacademy.com

Upodeshta

AL-FOUAD ACADEMY

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে অনেক সংস্কার সাধন হয়েছে। মূল ধারার শিক্ষা ব্যবস্থায় কুরআন, সুন্নাহ, আরবি শিক্ষার অনেক সংকোচন ঘটেছে। এ কথা সর্বজন বিদিত যে, কুরআন সুন্নাহর জ্ঞান মানুষকে তাকওয়াবান বানায় আর তাকওয়া মানুষকে সকল প্রকার অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখে। বর্তমানে শিক্ষার হার যে হারে বাড়ছে তার চেয়েও বাড়ছে অপরাধের হার। এ থেকেই প্রমাণ হচ্ছে, কুরআন সুন্নাহ বর্জিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দুনিয়ার সব কিছু উপহার দিতে পারলেও নৈতিকতা শিক্ষা দিতে পারছে না।

আমাদের সন্তানদের শিক্ষা জীবন কুরআন দিয়েই শুরু করতে হবে। সাহাবী (রা.), তাবেয়ীগণ এবং তাদের অনুসারী সালফে সালেহীন সবাই শিক্ষা জীবনের শুরুতে কুরআন হিফজ করেছেন বা করার চেষ্টা করেছেন। মুসলিম উম্মাহর বড় বড় ইমামগণ আগে হাফিজে কুরআন এরপর দ্বীনের বাকী ইলম অর্জন করেছেন। আমরা যারা আমাদের সন্তানদেরকে আলিমে দ্বীন বানাতে চাই তাদেরকেও সালাফদের সেই পথে হাঁটতে হবে। আগে আমরা সন্তানদের হাফিজে কুরআন বানাবো এরপর আলিমে দ্বীন বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

আল-ফুয়াদ একাডেমি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে, একজন শিক্ষার্থীকে কুরআনের সংস্পর্শে ভালো মানের আলিমে দ্বীন তৈরি করা। আমরা যে আলিমে দ্বীন বানাতে চাই তারা শুধু কুরআন ও আরবিতে ভালো হবে না, তারা ইংরেজি, কম্পিউটারসহ আধুনিক জ্ঞানেও হবে সুসজ্জিত। যে সমস্ত বাবা-মা সন্তানকে হাফিজে কুরআন, খাটি আলিমে দ্বীন ও আধুনিক জ্ঞানে জ্ঞানী করতে চান তাদের জন্য আল-ফুয়াদ একাডেমি হতে পারে সেরা পছন্দ।

আমাদের কারিকুলাম এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে একজন শিক্ষার্থী কুরআনের হাফিজ হয়ে আলিয়া মাদরাসার সর্বোচ্চ স্তর পর্যন্ত পড়ার-লেখার সুযোগ পাবে। সে যদি কওমী ধারায় অথবা জেনারেল ধারায় চলে যেতে চায় তাও যেতে পারবে এবং সেখানে গিয়েও ভালো রেজাল্ট করে নিজের ক্যারিয়ারকে সমুন্নত করতে পারবে ইনশাআল্লাহ।

OUR MISSION & VISION

একদল বিশেষায়িত আলিমে দ্বীন তৈরি করা যারা সত্যিকারার্থে কুরআন, সুন্নাহ ও আরবি ভাষায় বিশেষ পারদর্শী হবেন।

OUR STRENGHTS

  • ইলমের সাথে আমলের সমন্বয়।
  • অর্থসহ কুরআন হিফজ।
  • আরবি ভাষায় বিশেষ দক্ষতা।

Our Characteristics

  • আরবী ও দ্বীনি সাবজেক্টসমূহ সৌদি আরব ও কাতারের কারিকুলাম অনুসরণ।
  • আরবী, ইংরেজি ও বাংলা ভাষায় বিশেষ গুরুত্বারোপ।
  • আনন্দ ও বিনোদনের মাধ্যমে শিক্ষাদান।
  • আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ক্লাসরুম।
  • বিশেষায়িত হিফজুল কুরআন বিভাগ।
  • স্কিল (কম্পিউটার, আইসিটি) ডেভলপমেন্টের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ।
  • মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি।
  • সিসিটিভিযুক্ত নিরাপদ ক্যাম্পাস।
  • ইসলামিক স্কলারদের নিয়ে গঠিত বোর্ড কৃর্তক শিক্ষা কার্যক্রম পরিচালনা।
  • মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ।
  • ইয়াতিম শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি শিক্ষা।
  • পৃথকভাবে হিফজ সম্পন্নকারীদের জন্য তা‘হিলী/মুতাফার্রেকা কোর্স।

উপদেষ্টা মন্ডলী

আল-ফুয়াদ একাডেমিতে আপনাকে স্বাগতম। হাফিজে কুরআন ও আলিমে দ্বীন বানানোর বিশেষায়িত প্রতিষ্ঠান আল-ফুয়াদ একাডেমি। যে সমস্ত অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে সত্যিকার অর্থে খাটি আলিমে দ্বীন বানাতে চান তাদের জন্য আল-ফুয়াদ একাডেমি আদর্শ প্রতিষ্ঠান। সম্পূর্ণ আরবি ও ইংরেজি মাধ্যমে এখানের ছাত্র ছাত্রীরা ছোট বেলা থেকেই ইসলামের মৌলিক বিষয়গুলো খুব সহজে শিখে ফেলবে। দাখিল পাশের আগেই এখানের শিক্ষার্থীরা ইসলামের প্রতিটি মৌলিক বিষয়ে ভালো মানের পাÐিত্য অর্জন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি ইংরেজি, অংক, কম্পিউটার, বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলোতেও দক্ষতা অর্জন করবে তারা। আল্লাহর ওপর ভরসা করে আপনার সন্তানকে আল-ফুয়াদ একাডেমিতে ভর্তি করতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম তাওফিক দান করুন।

প্রিন্সিপালের মেসেজ

আল-ফুয়াদ একাডেমিতে আপনাকে স্বাগতম। হাফিজে কুরআন ও আলিমে দ্বীন বানানোর বিশেষায়িত প্রতিষ্ঠান আল-ফুয়াদ একাডেমি। যে সমস্ত অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে সত্যিকার অর্থে খাটি আলিমে দ্বীন বানাতে চান তাদের জন্য আল-ফুয়াদ একাডেমি আদর্শ প্রতিষ্ঠান। সম্পূর্ণ আরবি ও ইংরেজি মাধ্যমে এখানের ছাত্র ছাত্রীরা ছোট বেলা থেকেই ইসলামের মৌলিক বিষয়গুলো খুব সহজে শিখে ফেলবে। দাখিল পাশের আগেই এখানের শিক্ষার্থীরা ইসলামের প্রতিটি মৌলিক বিষয়ে ভালো মানের পাÐিত্য অর্জন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি ইংরেজি, অংক, কম্পিউটার, বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলোতেও দক্ষতা অর্জন করবে তারা। আল্লাহর ওপর ভরসা করে আপনার সন্তানকে আল-ফুয়াদ একাডেমিতে ভর্তি করতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম তাওফিক দান করুন।

ভাইস প্রিন্সিপালের মেসেজ

Latest Activities & Events
অরিয়েন্টেশন প্রোগ্রাম
* শায়খ মুহাম্মদ আফীফ ফুরকান মাদানী মুহাদ্দিস ও কালচারাল ফোরামের মহাসচিব, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম।
২০২৬
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
* ​আল্লামা শেখ আহমদ (দা.বা.) শাইখুল হাদিস, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
২০২৬
অরিয়েন্টেশন প্রোগ্রাম
আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল প্রধান পরিচালক, জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম।
২০২৬
অরিয়েন্টেশন প্রোগ্রাম
জনাব ওয়াহিদুল ইসলাম (মতি) চেয়ারম্যান, ওয়াহিদ এন্টারপ্রাইজ।
২০২৬
২০২৬
অরিয়েন্টেশন প্রোগ্রাম
* ড. নোমান হাসান মাদানী সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর- মাস্টার্স প্রোগ্রাম, কুর'আনিক সায়েন্স বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
Click Here
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রফেসর ড. মোঃ শফিউল্লাহ কুতুবী সাহেব অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উপদেষ্টা, আল ফুয়াদ একাডেমী চট্টগ্রাম
হিলভিউ শাখা
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
হিলভিউ_শাখা
Class Party-25