ভাইস প্রিন্সিপালের মেসেজ

আল-ফুয়াদ একাডেমিতে আপনাকে স্বাগতম। হাফিজে কুরআন ও আলিমে দ্বীন বানানোর বিশেষায়িত প্রতিষ্ঠান আল-ফুয়াদ একাডেমি। যে সমস্ত অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে সত্যিকার অর্থে খাটি আলিমে দ্বীন বানাতে চান তাদের জন্য আল-ফুয়াদ একাডেমি আদর্শ প্রতিষ্ঠান। সম্পূর্ণ আরবি ও ইংরেজি মাধ্যমে এখানের ছাত্র ছাত্রীরা ছোট বেলা থেকেই ইসলামের মৌলিক বিষয়গুলো খুব সহজে শিখে ফেলবে। দাখিল পাশের আগেই এখানের শিক্ষার্থীরা ইসলামের প্রতিটি মৌলিক বিষয়ে ভালো মানের পাÐিত্য অর্জন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি ইংরেজি, অংক, কম্পিউটার, বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলোতেও দক্ষতা অর্জন করবে তারা। আল্লাহর ওপর ভরসা করে আপনার সন্তানকে আল-ফুয়াদ একাডেমিতে ভর্তি করতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম তাওফিক দান করুন।